Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আশাশুনি, সাতক্ষীরা।
বিস্তারিত

সমাজসেবা অধিদফতরাধীন এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আশাশুনি, সাতক্ষীরায় সম্পূর্ণ সরকারি খরচে পারিবারিক পরিবেশে প্রতিপালনসহ প্রশিক্ষণকালীন সময়ে খাওয়া ও আবাসিক সুবিধা প্রদান করা হচ্ছে। পিতৃহীন/মাতৃহীন/পিতৃ-মাতৃহীন ১৫ থেকে ২৫ বছর পর্যন্ত বয়সের আগ্রহী এতিম ছেলেদের ০৬/১২ মেয়াদী কোর্সে ভর্তি নেয়া হয়।

কোর্সের বিষয় সমূহ নিম্নরূপঃ

১. গার্মেন্টস টেইলারিং (দর্জি), শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন (অষ্টম শ্রেনী ) পাস।

২. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন (অষ্টম শ্রেনী ) পাস।

৩. উড ওয়ার্কস এন্ড উড কার্ভিং, শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন (অষ্টম শ্রেনী ) পাস।

৪. এ্যানিমেল হাসবেন্ড্রী এন্ড পোল্ট্রি, শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন (অষ্টম শ্রেনী ) পাস।

৫. অটোমোবাইল, শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন (অষ্টম শ্রেনী ) পাস।

ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আশাশুনি, সাতক্ষীরা।

মোবাইল নংঃ- ০১৭৫৪৬০৭০২৯, ০১৭৩৬১৮১৯৯৮।

ই-মেইল- a.t.casasuni@gmail.com