Wellcome to National Portal
Main Comtent Skiped

ভিশন ও মিশন

বিশ্বের উন্নয়নশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি স্বল্প আয়তন ও ঘনবসতিপূর্ণ দেশ। বিশ্ব স্বাস্থ্য, পুষ্টি এবং বাসস্থানের মত মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেকের রয়েছে মানবিক মর্যাদাসহ বেঁচে থাকার ও বেড়ে উঠার অধিকার। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে উন্নীত করে দেশের উপযুক্ত ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা পরিবার, সমাজ ও রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। একটি কল্যাণধর্মী ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানেও অনুরূপ অঙ্গীকার রয়েছে।কিন্তু এতিম ও প্রতিবন্ধীরা যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে কর্মসংস্থান ও পুনর্বাসন হওয়ার সুযোগ পেলে তারা সমাজ বা পরিবারের বোঝা ও করুনার পাত্র না হয়ে নিজেরাই স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদফতর সারা দেশের এতিম ও প্রতিবন্ধীদের জন্য সময় উপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। এ পর্যাযে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করে চাকুরী ও স্ব-কর্মস্থানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন আশাশুনি, সাতক্ষীরা একটি বিভাগীয় প্রতিষ্ঠান এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১. ১৫-২৫ বছর বয়সী এতিম ও প্রতিবন্ধীদের বাজার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানপূর্বক দক্ষ জনশক্তিতে পরিণতকরণ।

২. এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের মধ্যে যারা পড়াশুনায় অনগ্রসর তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান।

৩. প্রশিক্ষণার্থীদের শারীরিক যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী তাদের প্রশিক্ষণ প্রদানের আর্থ-সামাজিক পুনর্বাসন সহায়তা করা।

৪. প্রশিক্ষণের মাধ্যমে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের সু-প্রতিষ্ঠিত হতে সহায়তা করা এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

৫. নিবাসীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

৬. সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলার মাধ্যমে নিবাসীদের দৈহিক ও মানসিক উৎকর্ষ সাধনে সহায়তা করা।

৭. সাংবিধানিক অঙ্গীকার, শিশু আইন অনুযায়ী প্রশিক্ষণার্থীদের এতিম ও প্রতিবন্ধীদের পরিপূর্ণ বিকাশের সুযোগ প্রদান এবং শিশু অধিকার সম্বন্ধে তাদের সচেতন করা।

৮. কর্মসংস্থানের সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমূখী কাজে প্রয়োজনে পুনর্বাসন ব্যবস্থাকরণ।

৯. এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যুগোপযোগি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানপূর্বক আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমাজে মূলশ্রোতে অর্ন্তভুক্ত করে দারিদ্র্য বিমোচন করা এবং যোগ্যতানুসারে বিদেশে কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থাকরণ।