Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রতিষ্ঠান পরিচিতি

 

ভূমিকাঃ

বিশ্বের উন্নয়নশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি স্বল্প আয়তন ও ঘনবসতিপূর্ণ দেশ। বিশ্ব স্বাস্থ্য, পুষ্টি এবং বাসস্থানের মত মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেকের রয়েছে মানবিক মর্যাদাসহ বেঁচে থাকার ও বেড়ে উঠার অধিকার। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে উন্নীত করে দেশের উপযুক্ত ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা পরিবার, সমাজ ও রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। একটি কল্যাণধর্মী ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানেও অনুরূপ অঙ্গীকার রয়েছে।কিন্তু এতিম ও প্রতিবন্ধীরা যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে কর্মসংস্থান ও পুনর্বাসন হওয়ার সুযোগ পেলে তারা সমাজ বা পরিবারের বোঝা ও করুনার পাত্র না হয়ে নিজেরাই স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদফতর সারা দেশের এতিম ও প্রতিবন্ধীদের জন্য সময় উপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। এ পর্যাযে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করে চাকুরী ও স্ব-কর্মস্থানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন আশাশুনি, সাতক্ষীরা একটি বিভাগীয় প্রতিষ্ঠান এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠান পরিচিতিঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের আওতায় ছয় বিভাগে ছয়টি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। খুলনা বিভাগের একমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি, আশাশুনি, সাতক্ষীরা অবস্থিত। 2006 সালের 14 মে প্রতিষ্ঠানটি 2.66 একর জমির উপরে স্থাপিত, 2013 সালের 01 জানুয়ারীতে কার্যক্রম শুরু হয় এবং 2015 সালে থেকে বিভিন্ন কারিগরি কোর্স সমূহে প্রশিক্ষণ দিয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানে যুগোপযোগী কোর্স সংক্রান্ত মেশিনারি, প্রশিক্ষণ ভবন ও আবাসিক হোস্টেল রয়েছে। প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে আবাসিক সুবিধা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এক নজরে তথ্য

১। প্রতিষ্ঠাকালঃ ১৪-০৫-২০০৬ ইং

২। অফিস চালুর তারিখঃ ০১-০১-২০১৩ইং

৩। প্রশিক্ষণ শুরুর তারিখঃ ১৫-০২-২০১৫ইং

৪। প্রশাসনিক ভবন -১টি  (২ তালা বিল্ডিং)। নিচ তলায় (অফিস রুম-৬টি, বাথরুম-৩টি), ২য় তালায় (হল রুম ১টি,

৫। হোষ্টেল ভবন -২টি (৩ তালা বিল্ডিং)। স্টোর রুম ১টি, বাথরুম  ২টি)   

                            ১ম তলায়- বেড রুম-৪টি, ডাইনিং রুম-১টি, বাথরুম-                                           ২টি, টয়লেট-২, কিচেন-২টি

                           ২য় তলায়- বেড রুম-৪টি, নামাজের রুম-১টি, বাথরুম-২টি,                                   টয়লেট-২টি, টিভি রুম-১টি

                           ৩য় তলায়- বেড রুম-৫টি, বাথরুম-২টি, টয়লেট-২টি

৬। একাডেমিক ভবন-১টি (২ তলা বিল্ডিং)। ১ম তলায়- ক্লাশ  রুম-৪টি, টয়লেট-৪টি

                           ২য় তলায়- ক্লাশ রুম-৫টি, টয়লেট-৪টি

৭। ব্যাচেলর কোর্য়াটার-১টি (১ তলা বিল্ডিং)। (বেড রুম-৩টি, কিচেন-১টি, টয়লেট-২টি)

৮। ৪র্থ শ্রেনীর কোর্য়াটার-১টি (১ তলা বিল্ডিং)।(বেড রুম-৯টি, বাথরুম-৩টি, কিচেন-৩টি)

৯। ওয়ার্ক সপ-১টি (টিন শেড)

১০। কোয়ার্টার-০২টি (প্রতিটি ২ তলা)। প্রতিটি তলায় বেড রুম-৪টি, বাথরুম-২টি, ডাইনিং-১টি, কিচেন রুম-১টি

১১। জনবল সংক্রান্ত তথ্যঃ

কর্মকর্তা ও কর্মচারীদের পদের বিবরণী-

ক্রঃ নং

পদের নাম

মঞ্জুরীকৃত পদ সংখ্যা

কর্মরত পদের সংখ্যা

শূণ্য পদের সংখ্যা

পেষণ/সংযুক্তিতে কর্মরত (যদি থাকে)

মন্তব্য

জেনারেল ম্যানেজার(উপপরিচালক)

০১

০১

 

 

সহাকারী জেনারেল ম্যানেজার(সহকারী পরিচালক)

০১

০১

 

 

 

কম্পিউটার অপারেটর (ব্রেইলী)

০১

 

০১

 

 

উপসহকারী প্রকৌশলী

০১

 

০১

 

 

কম্পিউটার অপারেটর

০১

 

০১

 

 

প্রশিক্ষক(গার্মেন্টস, এমব্রয়ডারী, টেইলারিং, উল নিটিং, জুট ওয়ার্কস, বাটিক প্রিন্ট, বিউটিফিকেশন, ক্রিস্টাল ওয়ার্কস)

০১

০১

 

 

 

প্রশিক্ষক(উড ওয়ার্কস এন্ড উড কার্ভিং)

০১

০১

 

 

 

প্রশিক্ষক(পশু ও হাঁস মুরগী পালন)

০১

০১

 

 

 

প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক)

০১

 

০১

 

 

১০

ক্র্যাফট প্রশিক্ষক(মেশিনারী ওয়ার্কসপ, অটোমোবাইল, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স)

০১

 

০১

 

 

১১

একাউনটেন্ট-কাম-অফিস সুপার(ইউডিও)

০১

 

০১

 

 

১২

হোস্টেল তত্ত্বাবধায়ক

০১

 

০১

 

 

১৩

স্টোরকিপার

০১

০১

 

 

 

১৪

কেয়ারটেকার

০১

০১

 

 

 

১৫

নার্স

০১

 

০১

 

 

১৬

জেনারেটর এবং পাস্প অপারেটর

০১

০১

 

 

১৭

ইলেকট্রিশিয়ান

০১

০১

 

 

১৮

অফিস সহায়ক (এম এল এস এস)

০২

 

০২

 

 

১৯

দারোয়ান

০২

০১

০১

 

 

২০

নৈশ প্রহরী

০২

০১

০১

 

 

২১

বাবুর্চি

০২

০১

০১

 

 

২২

পরিচ্ছন্নকর্মী (সুইপার)

০১

০১

 

 

 

২৩

প্রশিক্ষক, কম্পিউটার (খন্ডকালীন)

-

০১

-

 

 

২৪ ডাক্তার (খন্ডকালীন) ০১   ০১    

১২। প্রশিক্ষণ কাযক্রমঃ-

     ১) গার্মেন্টস, এমব্রয়ডারী, টেইলারিং, উডনিটিং, জুট ওর্য়াকাস প্রিন্টিং, বিউটিফিকেশন, ক্রিষ্টাল ওর্য়াকস

     ২) এ্যানিম্যাল হাসবেন্ড্রি এ্যান্ড পোল্ট্রি

     ৩) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন

     ৪) মবিলিটি এবং শারীরিক

     ৫) মেশিনারী ওয়ার্ক সপ, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স

১৩। চলমান প্রশিক্ষণ কা্যক্রমসমূহঃ

     ১) কম্পিউটার অফিস আ্যাপ্লিকেশন ট্রেডের প্রশিক্ষণার্থী   ৩৮ জন

     ২) র্গামেন্টস টেইলার্রি ট্রেডের প্রশিক্ষণার্থী            ২৩ জন

     ৩) এ্যানিম্যাল হাসব্রেন্ড্রি এ্যান্ড পোল্ট্রি ট্রেডের প্রশিক্ষণার্থী ১৩ জন

     ৪) উড ওয়ার্কস এন্ড উড কার্ভিং                ১০ জন

১৪। মোট নিবাসীর সংখ্যা    ৮৪ জন

১৫। কর্মরত প্রশিক্ষক      ০৪ জন

১৬। জমির পরিমানঃ

     ক) প্রতিষ্টান ক্যাম্পাস- ২.১৫ একর (খেলার মাঠ ও স্থাপনাসহ)

     খ) পুকুর- ০.৫১ একর (নিবাসীদের গোসল ও মৎস্য চাষের কাজে ব্যবহ্নত)